যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের কাছে ৩ মুসলিম শিক্ষার্থীকে গুলি করে খুন করা হয়েছে। এ ঘটনায় ৪৬ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর সিএনএন’র
নিহত ওই তিন শিক্ষার্থী হলেন সাদী বরকত (২৩), ইউসুর মোহাম্মদ (২১) এবং রাজন মোহাম্মদ আবু-সালহা (১৯)।
পুলিশ জানায়, নিহত তিনজন সম্পর্কে আত্মীয়। বরকত ইউসুরের স্বামী এবং আবু-সালহা ইউসুরের বোন।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তি ‘নাস্তিক’। ফেসবুক পেজে ওই ব্যক্তির ইসলাম ধর্মবিরোধী মন্তব্য রয়েছে। তবে ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা এখনো জানা যায়নি।
Ripon Ahmed liked this on Facebook.