খুলনায় একুশে বইমেলার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- নায়েক দিলীপ কুমার দাশ ও কনস্টেবল শিমুল। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, নগরীর বয়রাস্থ বিভাগীয় গণগ্রন্থাগার চত্বরে বুধবার রাত পৌনে ৯টার দিকে দুর্বৃত্তরা ককটেল হামলা করেছে। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কনস্টেবল শিমুলের অস্ত্রপচার চলছে। তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলেও জানান তিনি।
এর আগে, গত শনিবার রাতে বইমেলায় ককটেল হামলায় এক দর্শনার্থী আহত হন।
Imtiaz Dibos liked this on Facebook.