ওমানের বুরাইমি এলাকায় একটি ফার্নিচারের দোকানে ঘুমিয়ে থাকা চার বাংলাদেশিসহ ছয়জন আগুনে পুড়ে মারা গেছে। বাকি দুইজন পাকিস্তানি নাগরিক। তবে প্রাথমিকভাবে তাদের পুরো পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় সময় আজ বুধবার ভোরে দেশটির রাজধানী মাস্কাট থেকে সাড়ে ৩০০ কিলোমিটার দূরে বুরাইমি এলাকায় এ ঘটনা ঘটে। ওমানের বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর রবিউল ইসলাম জানান, নিহত চার বাংলাদেশির মধ্যে দু’জনের নাম জানা গেছে। তারা হলেন- রুহুল আমিন এবং শিপন, বাকি দুজনের নাম-পরিচয় কিছুই জানা যায়নি।
ওমানে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বুরাইমির একটি ফার্নিচার তৈরির কারখানায় ঘুমিয়ে ছিলেন বাংলাদেশি ও পাকিস্তানী ছয় নাগরিক। বুধবার ভোরে ওই কারখানায় আগুন লাগলে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়।
Mizanur Rahaman liked this on Facebook.
Md Alamgir liked this on Facebook.