নাশকতার অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা শেখ রফিকুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কচুয়া উপজেলার পদ্মনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
শেখ রফিকুল ইসলাম উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের শেখ আব্দুর রশিদের ছেলে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, (০১ ফেব্রুয়ারি) কচুয়া উপজেলার মাদারতলা এলাকায় রফিকুল ইসলামের নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে রাস্তায় গাছ ফেলে অবরোধ করে। এ ঘটনায় কচুয়া থানায় দায়ের করা মামলায় তিনি এজাহারভূক্ত আসামি।
তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
Tareq Ahmed liked this on Facebook.
Md Abdullah Hilton liked this on Facebook.
Abdur Razzak Rana liked this on Facebook.