ঢাকা: ঘরে থাকলে ক্ষুধার আগুন আর বাইরে গেলে পেট্রোলের আগুন- দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিয়ে এমনই মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর আইডিইবি ভবনে জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এরশাদ বলেন, নিয়তির কী নিষ্ঠুর পরিহাস! যাদের কাছে আমরা ভোজ (খাবার) ভিক্ষা করি, তারাই আজ প্রাণ ভিক্ষা চাইছে। তাদের বলতে হচ্ছে, ‘আমাকে তোমরা পুড়ে মেরো না’। কিন্তু তাদের কান্না আমাদের হৃদয় স্পর্শ করে না।
তিনি বলেন, প্রাণভিক্ষা চেয়েও তারা প্রাণভিক্ষা পাচ্ছে না। ক্ষমতার মোহে আমরা অন্ধ। এই ক্ষমতার রাজনীতির মুখে থুতু দিই।
এসময় রাজনীতি ছেড়ে দেওয়ার ইচ্ছা হয় বলেও আক্ষেপ করেন এরশাদ।
তিনি বলেন, পেট্রোল বোমা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। হত্যার রাজনীতি রাজনীতিকে হত্যা করে। এই রাজনীতি নির্মূল করতে হবে, বিতাড়িত করতে হবে। ক্ষমতার দ্বন্দ্বের অবরোধ মানি না।
জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হারিছ মো আবুল বাসারের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায়, জাপার সিনিয়র যুগ্ম-মহাসচিব ও যুব সংহতির সভাপতি অ্যাড. রেজাউল ইসলাম ভুইয়া, যুব সংহতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ
Amir Khan Amir liked this on Facebook.
Atiq Rahman liked this on Facebook.
মোঃ শহিদুল আলম liked this on Facebook.
Abdul Kuddus Mizi liked this on Facebook.
Ahamed Alam liked this on Facebook.
Md Abdullah Hilton liked this on Facebook.
Bairul Islam liked this on Facebook.
Masud Amanath liked this on Facebook.