নোয়াখালী : নোয়াখালীর জেলা শহর মাইজদীর ফায়ার সার্ভিসের সামনে ও নতুন বাস স্ট্যান্ড এলাকায় একটি ট্রাক ও একটি পিকআপে আগুন এবং দুটি অটোরিকশা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাত ১০ টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ করে হামলা চালিয়ে মাইজদী-চৌমুহনী সড়কের নতুন বাস স্ট্যান্ড ও মাইজদী ফায়ার সার্ভিসের সামনের দাঁড়িয়ে থাকা একটি ট্রাক, একটি পিকআপে আগুন ধরিয়ে দেয় এবং দুটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নোয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
নোয়াখালী সদর থানার (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি।