কেজরিওয়ালকে অভিনন্দন জানালেন মোদি

ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বিপুল ভোটে এগিয়ে থাকায় পরাজয় মেনে নিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেইসাথে মি কেজরিওয়ালকে সম্পূর্ণ সমর্থন দিয়ে যাওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন মি মোদি।
ভোট গণনার পর দেখা যায় দুর্নীতিবিরোধী আন্দোলনকারী মি কেজরিওয়ালের আম আদমি পার্টি-এএপি ৭০ আসনের মধ্যে ৬৩টি আসনে এগিয়ে।
আর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি এগিয়ে মাত্র ৪টি আসনে। অন্যদিকে কংগ্রেস দল যারা ২০১৩ সাল পর্যন্ত ১৫ বছর ভারতের রাজধানীর নিয়ন্ত্রণে ছিল, তারা একটি আসনও পায়নি। গত শনিবার এই ভোটগ্রহণ হয়।
প্রাক্তন কর পরিদর্শক মি কেজরিওয়ালের এই বিজয়ের মধ্য দিয়ে দুর্নীতিবিরোধী এই প্রচারক দারুণভাবে রাজনীতির মাঠে ফিরে এলেন বলে মনে করা হচ্ছে।
মি মোদির দল বিজেপির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রার্থী ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা কিরণ বেদি।
বিজেপির একজন নেতা প্রবীণ শংকর কাপুর বিবিসিকে বলেন, এমন হতাশাজনক ফলাফল হতে পারে এটা আমরা কখনোই আশা করিনি। বলা যায়,দিনটি আসলে কোনভাবেই আমাদের নয়”।

১০ thoughts on “কেজরিওয়ালকে অভিনন্দন জানালেন মোদি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *