সম্প্রতি ফক্স স্পোর্টসের একটি জরিপে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সাধারণ মানুষের বিশ্বকাপ একাদশে বাছাই করা হয়েছে। সাকিব আল হাসান ৫০,০০০ ভোটের বেশি ভোট পান। অর্থাৎ, অলরাউন্ডার বিভাগের ৫১.৮৮ শতাংশ ভোট পান তিনি। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে একাদশে নেয়ার ব্যাখ্যা হিসেবে ফক্স স্পোর্টস তাদের ওয়েবসাইটে জানায়ঃ
বাংলাদেশ যদি গ্রুপ পর্ব পার করতে চায়, তাহলে সাকিবের ভালো খেলা প্রয়োজন। একজন মেধাবী ব্যাটসম্যানের পাশাপাশি সাকিব একজন দক্ষ বাঁহাতি স্পিনার, এছাড়া সাকিব বোর্ডের সাথে বিতর্কে জড়ানোর পর জাতীয় দলে ফিরেছেন।
সাকিবের পাশাপাশি এই একাদশে ১৫ শতাংশ ভোট পেয়ে আছেন আরো একজন অলরাউন্ডার।
এছাড়া এই সেরা একাদশে ফকনারের পাশাপাশি রয়েছেন আরো দুইজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তারা হলেনঃ স্টিভ স্মিথ ও মিচেল জনসন। এছাড়া এই তালিকায় আছেন দক্ষিন আফ্রিকার ৩ জন, শ্রীলংকার ৩ জন এবং নিউজিল্যান্ড ও ভারতের একজন করে।
সাধারণ মানুষের বিশ্বকাপ একাদশ
১। স্টিভ স্মিথ ২। এবি ডি ভিলিয়ার্স ৩। হাশিম আমলা ৪। কুমার সাঙ্গাকারা ৫। ব্রেন্ডন ম্যাককালাম ৬। ভিরাট কোহলি ৭। সাকিব আল হাসান
৮। মিচেল জনসন ৯। জেমস ফকনার ১০। লাসিথ মালিঙ্গা ১১। ডেল স্টেইন
আতিক/প্রবাস