ট্রেনের সিডিউলে চরম বিপর্যয়, ভোগান্তি

টানা অবরোধের সঙ্গে যোগ হওয়া হরতালে লালমনিরহাট রেল বিভাগের আওতায় চলাচলকারী ট্রেনের সিডিউলে চরম বিপর্যয় হয়েছে। কোনো কোনো ট্রেন প্রতিদিনই প্রায় ১৫ ঘণ্টা পরে আসছে। এতে ট্রেনের যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে বসে থেকেও ট্রেনের দেখা পাচ্ছে না তারা।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল লালমনিরহাট বিভাগে চলাচলকারী ৪২টি ট্রেনের সিডিউল বিপর্যয়ের ফলে কোনো ট্রেনই সময়মত স্টেশনে পৌঁছতে পারছে না এবং সময়মত ছেড়েও যাচ্ছে না।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, চলাচলকারী ৪২টি ট্রেনের মধ্যে ১২টি আন্তঃনগর, ১০টি লোকাল ও মেইল ট্রেন ২০টি। ঢাকাগামী আন্তঃনগর লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট থেকে ১০টা ২০মিনিটে ছাড়ার নির্ধারিত সময় থাকলেও প্রতিদিন ছাড়ছে ১৫ ঘণ্টা দেরিতে।

প্রায়ই নির্ধারিত সময়ের ১৫ থেকে ২০ ঘণ্টা পর ছেড়ে যাচ্ছে। কখনো একদিনের ট্রেন পরদিন স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। সোমবার লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে লালমনিরহাট স্টেশনে মঙ্গলবার ৯টা ১০মিনিটে পৌঁছার কথা থাকলেও স্টেশন মাস্টার বদিউজ্জামান জানিয়েছেন ট্রেন পৌঁছাবে বুধবার সকাল ৮টায়।

একইভাবে করতোয়া এক্সপ্রেস ট্রেনটিও নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টা বিলম্বে যাতায়াত করছে। লোকাল ও মেইল ট্রেনও ৮ থেকে ১০ ঘণ্টা বিলম্বে যাতায়াত করছে।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক ভারপ্রাপ্ত মোস্তাফিজার রহমান জানান, হরতাল-অবরোধে রেলে নাশকতা এড়াতে ট্রেনের গতি কমিয়ে চলাচল করছে। এ কারণে ট্রেন চলাচলে সময়ের বিপর্যয় ঘটেছে।

২ thoughts on “ট্রেনের সিডিউলে চরম বিপর্যয়, ভোগান্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *