নোয়াখালীতে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

নোয়াখালীতে লাকি বেগম নামের এক তরুণীকে হত্যার দায়ে ভগ্নিপতি আলমগীর হোসেনকে (৪৫) মৃত্যুদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং হত্যায় সহযোগিতার অভিযোগে নিহতের মামা ফজলু মিয়াকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিরিন কবিতা আক্তার এ রায় দেন। মামলার অপর আসামি নিহত লাকির আরেক মামা জামাল উদ্দিনকে (৪৫) বেকসুর খালাস দেয়া হয়েছে। দণ্ড ও খালাসপ্রাপ্ত আসামিদের বাড়ি ব্রাহ্মণবাড়ি জেলার কসবা উপজেলার বাহারহাটাই গ্রামে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালে ৯ জুন রাতে নোয়াখালীর সুইপার কলোনিতে লাকির বড় ভগ্নিপতির বাসার দরজা ভেঙে প্রবেশ করে ছোট ভগ্নিপতি আলমগীর হোসেন তার কয়েক সহযোগি নিয়ে চুরিকাঘাত করে লাকিকে হত্যা করে।

এ ঘটনার পর দিন নিহতের বড় ভগ্নিপতি মো আলম বাদী হয়ে সুধারাম থানায় ছোট ভগ্নিপতি আলমগীর হোসেন ও লাকির দুই মামাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে ৩ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্যপ্রমাণ শেষে মঙ্গলবার মামলার রায় দেন।

আসামিদের মধ্যে মামা ফজলু ছাড়া বাকি দুজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। ফজলুকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি এ্যডভোকেট কাজী এ বি এম শাহজাহান শাহীন ও এপিপি এড্যভোকেট শহিদ উল্যাহ।

One thought on “নোয়াখালীতে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *