প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাত পাননি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিনী নাসরিন সিদ্দিকী। আজ সকাল ১১ টায় তিনি পুত্র-কন্যাসহ গণভবনের গেটে গিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাত প্রার্থনা করেন। এ সময় দায়িত্বরত কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী বাইরে আছেন। তাছাড়া প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে হলে আগে থেকেই অনুমতি নিয়ে আসতে হবে। তারা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর সঙ্গে যোগাযোগ করে আসারও পরামর্শ দেন।
পরে সেখানে ২০মিনিট অবস্থানের পর নাসরিন সিদ্দিকী ফিরে আসেন। যোগাযোগ করে আবারও তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন বলে জানান। উল্লেখ্য, গতকাল দেখা করার অনুমতি প্রার্থনা করে এর আগে রোববার প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছিলেন কৃষক শ্রমিক জনতা লীগ। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় আজ পরিবারের সদস্যদের নিয়ে সরাসরি গণভবনের গেটে গিয়ে অনুমতি প্রার্থনা করেন। স্বামী কাদের সিদ্দিকীর অবস্থানের কারণ জানাতে এবং পুলিশী হয়রানির প্রতিকার চাইতে নাসরিন সিদ্দিকী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে চান।
আতিক/প্রবাস