নাটোরের গুরুদাসপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আগুন ধরে ট্রাকটি পুড়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মঙ্গলবার ভোরে উপজেলার পুরানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ ইব্রাহিম জানান, রাতে উপজেলার পুরানপাড়া এলাকার চাতাল ব্যবসায়ী রজব আলী তার ধানের চাতালের কাছে ট্রাকটি দাঁড় করিয়ে রাখে। ভোরের দিকে কোন একসময় দুর্বৃত্তরা ট্রাকটিকে লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে দমকল বাহিনীর সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ট্রাকটির সামনের অংশ পুরোটাই পুড়ে যায় বলে জানা গেছে।
এদিকে, চলমান অবরোধ ও হরতালে মহাসড়কে নাশকতা ঘটাতে পারে এমন আশঙ্কায় নাটোরের গুরুদাসপুর থানা জামায়াতের আমীর, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা সূত্রে খবর, অবরোধ ও হরতালে মহাসড়কে নাশকতা ঘটাতে পারে এমন আশঙ্কায় নাটোরে বিজিবি, র্যাব ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানকালে জেলার গুরুদাসপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে জামায়াতের থানা আমির খালেক মোলা ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল করিম নাজুসহ ৪ জনকে আটক করা হয়।
এছাড়াও নাটোর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৫ কর্মীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
Ahs Sadi liked this on Facebook.
Sirajul Huque liked this on Facebook.
Rafiq Miah liked this on Facebook.
Sarowar Islam liked this on Facebook.
Ahs Sadi liked this on Facebook.
Sirajul Huque liked this on Facebook.
Rafiq Miah liked this on Facebook.
Sarowar Islam liked this on Facebook.