মাদারীপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান ফকুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মাদারীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. কামরুল হাসান জানান, নাশকতার আশঙ্কায় মনিরুজ্জামান ফকুকে আটক করা হয়েছে। তিনি নাশকতার সঙ্গে জড়িত আছেন- এমন তথ্যের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
এর আগে, সন্ধ্যায় তাকে মাদারীপুর সদর থানায় নেওয়া হয়। সেখান থেকে পুনরায় রাত সাড়ে ৮টার দিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
মনিরুজ্জামান ফকুর বাবা আ. করিম খান বলেন, আমার ছেলেকে বাড়ি থেকে আটকের পর বারবার থানা ও ডিবি কার্যালয়ে আনা নেওয়ার কারণে আমরা দুঃশ্চিন্তার মধ্যে আছি।
আটকের বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক মিয়া বলেন, নাশকতার আশঙ্কায় ডিবি পুলিশ তাকে আটক করেছে।
Mizanur Rahaman liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.