উলঙ্গ থাকতেই পছন্দ করেন ‘ন্যাংটো সুবল’ (ভিডিওসহ)

পোশাক পরতেই তার যত আপত্তি। সবাই তাকে ‘ন্যাংটো সুবল’ বলে ডাকে। ৪৩ বছর ধরে উলঙ্গ অবস্থায়ই সাংসারিক জীবনযাপন করছেন তিনি। বাজারে যাচ্ছেন, সাইকেল চালাচ্ছেন, বাচ্চা কোলে নিয়ে ঘুরছেন, আছে স্ত্রী-সন্তান সবই। নেই শুধু গায়ে কোন পোশাক।

ভারতের পশ্চিমবঙ্গের এ মানুষটি উলঙ্গ থেকেই ধর্ম-কর্ম চালিয়ে যাচ্ছেন। অনেকের কাছে তিনি ভগবান। সভ্য সমাজে সবার সামনে উলঙ্গ ঘুরে বেড়ালেও মানুষ এটাকে খারাপ দৃষ্টিতে দেখে না। আর দেখলেও তাতে কিছু আসে যায় না সুবলের। তাই শেষ জীবন পর্যন্ত এভাবে থাকতে চান তিনি।

শুধু যে আদিম মানুষের মতো জীবন যাপন করছেন তা কিন্তু নয়, আবার তাকে পাগল বলারও সুযোগ নেই। সুস্থ মস্তিস্কের সুবল নির্দিষ্ট রাজনৈতিক দলেরও সমর্থক। রাজনৈতিক কাজে এভাবেই প্রচারণায় মানুষের ঘরে ঘরে ঘুরে বেড়ান। শ্বশুরবাড়ি বেড়াতেও যান নগ্ন অবস্থায়।

এই নগ্ন মানুষটির সাক্ষাতকার প্রচার করেছে ভারতীয় একটি টিভি চ্যানেল। আসুন ভিডিওতে দেখে নিই তার জীবনযাপন।

৪ thoughts on “উলঙ্গ থাকতেই পছন্দ করেন ‘ন্যাংটো সুবল’ (ভিডিওসহ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *