লিবিয়ায় জঙ্গিদের দখলে থাকা দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিতে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় ও জঙ্গি নিশ্চিহ্নে নিরাপত্তা বাহিনীর পরিচালিত বড় ধরনের অভিযানে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক জঙ্গি। এ অভিযানে ট্যাঙ্ক, যুদ্ধবিমান, হেলিকপ্টার ও মিসাইল ব্যবহার করা হয়। তবে জঙ্গিদের পাল্টা-হামলায় সেনাবাহিনীর পক্ষে হতাহতের কোন পরিসংখ্যান দেয়া হয়নি। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।
জালা হাসপাতাল ও বেনগাজি স্বাস্থ্য কেন্দ্রে ১৩টি মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে। ৬২ জনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে এ দুটি হাসপাতালে। একইভাবে আরও কয়েকটি হাসপাতালে হতাহতের নিয়ে যাওয়া হয়েছে। জঙ্গি দমনে ‘লিবিয়ান ন্যাশনাল আর্মি’ বেনগাজি শহরে বড় ধরনর অভিযান চালায়। জঙ্গি সংগঠন আনসার আল-শারিয়া ও এর মিত্র সংগঠনগুলোকে নিশ্চিহ্ন করতে এ অভিযান পরিচালিত হয়। এক সামরিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। চূড়ান্তভাবে জঙ্গি দমনে এ অভিযান চালানোর ঘোষণা দেয় সেনাবাহিনী। জঙ্গিদের দখলে থাকা বেনগাজি শহরে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় গত বছরের মে মাস থেকে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে।
আতিক/প্রবাস