বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক দুই ছাত্রদলকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা হলেন পরিসংখ্যান বিভাগের শফিউল শুভ এবং আরবী বিভাগের হাসানুর রহমান। উভয়েই স্নাতকোত্তর শ্রেণির ছাত্র।আটক দুই ছাত্রদলকর্মী ঢাবি থেকে বহিষ্কার
সোমবার সকাল সাড়ে আটটার দিকে ঢাবির জগন্নাথ হলের সামনে থেকে উপস্থিত জনতা তাদের আটক করে বলে জানিয়েছে র্যাব। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে তাদেরকে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাত বোমা ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের দুই ছাত্রকে পথচারীরা ধরে র্যাব-১০ এর হাতে তুলে দেন। হাতেনাতে ধরাপড়া পরিসংখ্যান, প্রাণ পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগের মাস্টার্স শ্রেণির ছাত্র মো. শাহাদাত নাসির (শুভ) ও আরবী বিভাগের মাস্টার্স শ্রেণির ছাত্র হাসানুর রহমান হাসান- কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
অভিযুক্ত দুজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য বিষয়টি শৃঙ্খলা পরিষদের আগামী সভায় উপস্থাপিত হবে বলেও জানানো হয়েছে এতে।
এদিকে সোমবার সকাল সাড়ে সাতটার দিকে হরতালের সমর্থনে শহীদ মিনার এলাকায় মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এরপর সেখান থেকে দুইটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।