আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, লাশের সিঁড়ি বেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতায় যেতে চান। আজ জনগণের কাছে তার মুখোশ উন্মোচিত হয়েছে। নিরীহ মানুষকে আগুনে পুড়িয়ে তিনি কখনোই ক্ষমতায় যেতে পারবেন না।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়াকে গ্রেফতারের দাবিতে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত সমাবেশে হাছান মাহমুদ বলেন, আন্দোলনের নামে এই জ্বালাও-পোড়াও এবং মানুষ হত্যা বন্ধ না করলে কাঁটাতার কেন লোহার বেড়া দিয়েও রক্ষা পাবেন না খালেদা জিয়া। দেশের জনগণই তাকে গ্রেফতার করবে।
জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে মানুষের ফুঁসে ওঠা দেখে ভয়েই বিএনপি চেয়ারপারসন তার কার্যালয়ে কাঁটাতারের বেড়া দিয়েছেন বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।
আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন- আবদুল হক সবুজ, বলরাম পোদ্দার, মুজিবুর রহমান মোল্লা, মুন্সী এবাদুল ইসলাম প্রমুখ।
John Steed liked this on Facebook.
Mozibur Rahman liked this on Facebook.