বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের সাথে ৩ উইকেটে হেরেছে টাইগাররা

অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতিমূলক ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে পাকিস্তানের সাথে ৩ উইকেটে হেরেছে টাইগাররা । টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্দান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারের ১ বল বাকি থাকতে সব কয়টি উইকেট হারিয়ে ২৪৬ রানে বাংলাদেশের ইনিংস শেষ হয় ।দলের পক্ষে মাহমুদ উল্লাহ রিয়াদ ৮৩ ও তামিম ইকবাল ৮১ রান করেন।

পাকিস্তানের পক্ষে মোহাম্মদ ইরফান ৯.৫ ওভারে ৫২ রানের বিনিময়ে ৫ উইকেট লাভ করেন।জবাবে ২৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশী বোলারদের দারুণ বোলিংয়ে জয়ের সম্ভাবনা তৈরি হয়। শেষ পর্যন্ত শোয়েব মাক সুদের অপরাজিত ৯৩ রানের উপর ভর করে ৪৮ ওভার ১ বলে ২৪৭ রান করে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। বাংলাদেশের পক্ষে মাশরাফি ও তাসকিন আহমেদ ২ করে উইকেট নেন।

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *