২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ করে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী বলেছেন, ‘বাংলার মাটিতে রাজনীতি করতে চাইলে খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। যদি তিনি ক্ষমা না চান তবে আমরা আলোচনার কোনো প্রয়োজন মনে করি না।’
সোমবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত ‘সহিংস বিএনপি জামায়াত-শিবির খুনি সন্ত্রাসী নৈরাজ্য বিরোধী জনসভায়’ মন্ত্রী একথা বলেন।
লাগাতার আন্দোলনকে চরম সহিংস হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সংক্ষিপ্ত সমাবেশে সব কথা বলা যাচ্ছে না। তাই আগামী বৃহস্পতিবার জেলার প্রগতিশীল ও সব মানুষকে নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে চরম প্রতিরোধের ব্যবস্থা করবো।’
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ নেতা মো. ফিরোজের সভাপতিত্বে ও মসুদ আহমদের পরিচালনায় ওই সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা পরিষদের সদস্য সৈয়দ বজলুল করিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা এমএ রহিম শহীদ, মহিলা নেত্রী সৈয়দা জহুরা আলাউদ্দিন, জাসদ জেলা সভাপতি আব্দুল হক, এমদাদুল হক মিন্টু, আব্দুল মতিন প্রমুখ।