ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রাজনৈতিক সহাবস্থানের দাবিতে ও অনির্দিষ্টকালের ধর্মঘট এবং ২০ দলের হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রদল।
সোমবার সকালে ও দুপুরে দুটি গ্রুপ পৃথকভাবে দুটি মিছিল করে।
ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান সোহাগের নেতৃত্বে সকাল ৮টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল শুরু হয়। জগন্নাথ হলের সামনে পৌঁছালে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক আমীর আমজাদ মুন্না, আশরাফ ফারুকী হিরা, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান, স্কুল-বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, বুয়েট ছাত্রদল সভাপতি মুসাব্বির শাফি।
এছাড়া দুপুর আড়াইটার দিকে বুয়েটের শহীদ মিনার থেকে পলাশী অভিমুখে আরেকটি মিছিল করে ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলমগীর হাসান সোহান মিছিলটির নেতৃত্ব দেন। মিছিলে আরো উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন, অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান।
Papon Prova liked this on Facebook.
Manzur Ahmed liked this on Facebook.
Rajon Mohon liked this on Facebook.
Papon Prova liked this on Facebook.
Manzur Ahmed liked this on Facebook.
JO JO Rajon liked this on Facebook.