ঢাকা: চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় আফগানিস্তানে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কমান্ডার মোল্লা আবদুল রউফ নিহত হয়েছেন । সোমবার হেলমান্দের উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।
নিহত মোল্লা আবদুল রউফ এর আগে তালেবানদের সঙ্গে ছিলেন। গত মাসে তিনি আইএসে যোগ দেন।
হেলমান্দের উত্তরাঞ্চলের কয়েকজন প্রবীণ ব্যক্তি জানান, একটি গাড়িতে কমান্ডার রউফ তাঁর পাঁচ সহযোগী নিয়ে একটি মরু এলাকা পার হচ্ছিলেন। এ সময় ড্রোন থেকে গোলা ছোড়া হয়। এতে ছয়জনকে বহনকারী গাড়িটি ধ্বংস হয়। গাড়িটিতে বিস্ফোরক ছিল। গোলার আঘাতে সেগুলো বিস্ফোরিত হয়।
হেলমান্দের পুলিশ প্রধান নবী জান মুল্লাখেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ড্রোন হামলায় সাবেক তালেবান কমান্ডার মোল্লা আবদুল রউফ নিহত হয়েছেন। একই সঙ্গে তার ভগ্নিপতি ও চার পাকিস্তানি নাগরিকও নিহত হয়েছে।
তবে আবদুল রউফের মৃত্যুর বিষয়টি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।
Arafat Rahman Rajib liked this on Facebook.
Abu Bakar Sohel liked this on Facebook.
রুদ্র আরাফ liked this on Facebook.
Abu Bakar Sohel liked this on Facebook.