পরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন

চাঁদপুরের হাজীগঞ্জে ১ নং রাজারগাঁও ইউনিয়নে হিন্দু ধর্ম ত্যাগ করে এক পরিবারের সবাই (৫) জন ইসলাম ধর্ম গ্রহন করেছেন। স্থানীয়রা টাকা পয়সা ও আশ্রয় দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এবিষয় নিয়ে এলাকা উৎসব মুখর পরিবেশ সৃস্টি হয়েছে। আজ সরজমিনে গিয়ে তা দেখা যায়।
উপজেলার দক্ষিন পূর্ব রাজারগাঁও মালি বাড়ীর নারায়নের ছেলে বরুন বর্তমান নাম মো. আহমদ উল্লাহ (৪৫) , তার স্ত্রী গিতা রানী বর্তমান নাম আয়শা ছিদ্দিকা (৪০), ছোট ছেলে পাপন বর্তমান নাম মো. মাহমুদুল হাছান (১৬), মেয়ে সূবর্না বর্তমান নাম সুমাইয়া আক্তার (৭) গত শনিবার বাদ আছর ইউপি সদস্য ইয়াছিন শেখ ও এলাকার শিরাজুল ইসলাম, আব্দুর রবের সহযোগিতা নিয়ে স্থানিয় মসজিদের ইমাম মাও. মোজাম্মেল হকের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহন করেন। এর ৫ মাস আগে বড় ছেলে স্যামল মো. ইব্রাহীম খলিল (২৫) বাবুর হাট মসজিদের ইমামের হাত ধরে মুসলমান হয়। মুসলমান ধম গ্রহন করার পর বরুন বর্তমান নাম মো. আহমদ উল্লাহ বাবা নারায়ন বাড়ী থেকে বের করে দিয়েছে।
বড় ছেলে( স্যামল) মো. ইব্রাহীম খলিল জানান, আমার বন্ধুদের নামাজ পড়তে দেখে এবং ইসলাম ধর্মের নিয়ম নীতি ভাল লাগায় হিন্দু ধর্ম ত্যাগ করে আমি ইসলাম ধর্ম গ্রহন করি। পরে আমার মা বাবাকে ইসলাম ধর্ম সম্পর্কে ধারনা দেওয়ার পর তারা আগ্রহী হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
বাবা (বরুন) বর্তমান নাম মো. আহমদ উল্লাহ জানান, আমার বড় ছেলের নামাজ পড়া ইসলাম সম্পর্কে ধারনা পেয়ে ইসলাম ধর্মের নিয়ম নীতি ভাল লাগায় আমার স্ব-পরিবারসহ আমি হিন্দু ধর্ম ত্যাগ করে আগ্রহী হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করি। ইসলাম ধর্ম গ্রহন করার পর আমাদের কাছে খুব আনন্দ লাগছে।
স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন শেখ ও এলাকার শিরাজুল ইসলাম, আব্দুর রব জানান, আমরা এই নব মুসলমান পরিবারদের সর্বাত্মক সহযোগিতা করছি এবং করে যাব।
এছাড়া স্থানিয় মসজিদের ইমাম মাও. মোজাম্মেল হক ইসলাম ধর্ম গ্রহন করায় নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন।
এলাকার স্থানীয় মুসলিম পরিবারের লোকজন জানান, কখনও ঐ পরিবারটি কোনো প্রকার বিপদে পড়লে আমরা তাদের পাশে থাকবো।

৩০ thoughts on “পরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *