ঝিনাইদহে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ : নিহত ১, আহত ১৫

ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকূপায় স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় রশিদ (৪৫) নামে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১৫ জন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশতাধিক শ্যুটারগানের গুলি ছুড়েছে।

সোমবার বড়দা গ্রামে সকাল ১০টারদিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ৭জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ দাবি করেছে।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন ও সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের গ্রুপের মধ্যে সোমবার সকাল ১০টার দিকে সংঘর্ষ শুরু হয় বড়দা গ্রামের মাঠে। উভয় পক্ষ ঢাল, সড়কি, রামদা নিয়ে মুখোমুখি সহিংসতা চালায়। এতে আহত হয় ১৫ জনের বেশি, তাদেরকে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে বড়দা গ্রামের আব্দুর রশিদ সংঘর্ষে ইটের আঘাতে মারা যায় বলে দাবি করছে তার পরিবার। তবে রশিদ সংঘর্ষে না স্ট্রোক করে মারা গেছে তা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

নিহতের স্বজন মিলন জানায়, প্রতিপক্ষ নজরুল গ্রুপের কর্মীরা তার চাচা রশিদকে হত্যা করেছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হাসেম খান জানান, স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া রশিদ নামে যে মারা গেছে। স্ট্রোক না ইটের আঘাতে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।

১২ thoughts on “ঝিনাইদহে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ : নিহত ১, আহত ১৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *