বার্সার আক্রমণ ত্রয়ী ডোবালো বিলবাওকে

ঢাকা: দুটি গোল, দুটি অ্যাসিস্ট, দলের বাকি গোলটিরও কারিগর। ছন্দে থাকলে লিওনেল মেসি কী করতে পারেন তার বিজ্ঞাপন হয়ে থাকলো রবীবারসীয় অ্যাথলেটিক বিলবাও ও বার্সেলোনা ম্যাচ।এদিন স্প্যানিশ লা লিগার ম্যাচে লিও মেসি, নেইমার, লুইস সুয়ারেজ ও পেদ্রো রদ্রিগেজের গোলে প্রতিপক্ষকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে কাতালনরা। যা লিগ পয়েন্ট টেবিলের শীর্ষ দল রিয়াল মাদ্রিদের খুব কাছে নিয়ে এসেছে বার্সাকে। এখন মাদ্রিদের অধিপতিদের কাধে নিঃশ্বাষ ফেলছে লুইস এনরিকের শিষ্যরা।

স্প্যানিশ লা লিগার ২২ রাউন্ড শেষে ১৮ জয়ে ৫৪ পয়েন্ট লিগ লিডার রিয়ালের। সমান সংখ্যক ম্যাচে ১৭ জয়ে এক পয়েন্ট কম টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বার্সার। ২২ ম্যাচে লিগের তিন নম্বর দল অ্যাটলেটিকোর ঝুঁলিতে ৫০ পয়েন্ট। খুব বেশি দূরে নেই চতুর্থ স্থানে থাকা ভ্যালেন্সিয়াও। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪৪ পয়েন্ট মাস্তেয়ার অধিকারীদের। ফলে লিগ শিরোপার লড়াইটা চর্তুমুখী হয়ে একেবারে জমজমাট হয়ে উঠেছে তা।

অবশ্য সান ম্যামেস স্টেডিয়ামে আতিথ্য নিতে গিয়ে শুরুটা একটু নড়বড়েই ছিল বার্সার। শুরুর সেকেন্ড গুলোতে বার্সার রক্ষণের উপর আক্রমণের স্রোত বইয়েছিল স্বাগতিকরা। তবে খেলার বয়স বাড়ার সাথে সাথে রঙ বদলে গেছে দ্রুতই। ১৫ মিনিটে সেটাই পূর্ণ রূপ পায়। যখন ৩০ গজ দূর থেকে বাঁকানো এক ফ্রি-কিকে প্রতিপক্ষের জাল কাঁপান এমএলটেন। অবশ্য আর্জেন্টাইন অধিনায়কের নেয়া শটে আলতো ছোঁয়ায় মাথা লাগিয়ে তার দিক বদল করার কৃতিত্ব দাবি করতে পারেন ইরিওজজ।

২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। এবার গোলের কুশিলব লুইস সুয়ারেজ। প্রতিপক্ষ রক্ষণে মেসির মরণঘাতী দৌড়ের পর এক বিষাক্ত ফ্লিকে স্কোরলাইন ২-০ করে উরুগুয়ান স্ট্রাইকার। বিরতি থেকে ফিরে খেলার ৫৯ মিনিটে একটি গোল শোধ দেয় স্বাগতিকরা। স্প্যানিশ তারকা মিখেল রিকো স্কোরশিটে নাম লেখান। যা বিলবাওকে ম্যাচে ফেরার একটি লাইফলাইন দেয়। কিন্তু তিন মিনিট বাদে আবারো এমএলটেন যাদু। বক্সের বাম প্রান্ত থেকে সুয়ারেজের নিকট থেকে উড়ে আসা বলে লক্ষ্যভেদ করেন ফুটবলের ক্ষুদে যাদুকর।

দুই মিনিট বাদে গোলের আনন্দ উদযাপন করেন নেইমারও। বার্সা প্রাণভোমরার নিকট থেকে পাস পেয়ে নিখুঁত ফিনিশিং টানেন ব্রাজিলিয়ান সেনসেশন। ৬৬ মিনিটে বিলবাওয়ের পক্ষে দ্বিতীয় গোলটি করেন আদুরিজ। তার বলের যোগান দেয় মুনিয়ান। এরপর খেলার ৮৬ মিনিটে স্বাগতিক দলের কফিনে শেষ পেরেক ঠুঁকেন পেদ্রো। মেসির অবিশ্বাস্য পায়ের ভেলকির পর ফাইনাল থার্ড থেকে প্লেসিং শটে স্কোরলাইন ৫-২ করেন স্প্যানিশ ফরোয়ার্ড। এই জয়ে ম্যামেসের জয়খরা কাটালো কাতালনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.