মিশরের কারাগারে বন্দি থাকা আলজাজিরার দুই সাংবাদিক বাহের মোহাম্মদ ও মোহাম্মদ ফাহমির পুনর্বিচারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ উদ্দেশ্যে ১২ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির করা হবে।
রোববার বিবিসি ও আলজাজিরার অনলাইনের খবরে এ তথ্য জানান হয়েছে।
আলজাজিরার একজন মুখপাত্র বলেছেন, ‘এই পুনর্বিচার হবে বিজয় লাভের বিচার।’
ওই মুখপাত্র আরো বলেন, ‘বাহের ও ফাহমিকে অন্যায্যভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে, যেখানে পুরো বিশ্ব জানে তারা নিরপরাধ…’।
বাহের প্রযোজক এবং ফাহমি আলজাজিরার কায়রো ব্যুরো-প্রধান। মুসলিম ব্রাদারহুডকে অনৈতিক সমর্থন দেওয়ায় তাদের দুজনকে আটক করে মিশর কর্তৃপক্ষ। দুজনকে প্রায় ৪০০ দিন কাররুদ্ধ করে রেখেছে দেশটি।
মিশরের সেনাবাহিনীর হস্তক্ষেপে ২০১৩ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের সময় মুসলিম ব্রাদারহুডকে উসকে দেওয়ার অভিযোগে ওই বছরের ২৯ ডিসেম্বর আলজাজিরার তিন সাংবাদিককে গ্রেফতার করে মিশরীয় কর্তৃপক্ষ। এর মধ্যে অস্ট্রেলীয় সাংবাদিক পিটার গ্রেস্টকে সম্প্রতি মুক্তি দিয়েছে দেশটি। পিটার গ্রেস্ট তার দুই সহকর্মীকে কারামুক্ত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।