তৃপ্ত চোখ!
মো আমির হোসেন
পোড়া চোখ ভিখারি!
ভিক্ষাপাত্রটা হাতে চায় ইচ্ছেপূরণ
হঠাৎ পেয়ে
তৃপ্ত চোখ!
মনটা অাজ পূর্ণ সুধায়
ধন্যবাদের মালা হাতে
প্রতীক্ষায় সময় কাটে
তুমি নাই দৃষ্টি সীমায়!
তৃপ্ত চোখ
শুধু তোমায় খোঁজে
তুমি অামায় ঋণের সূতায়
বেঁধেছো বীনা বাধায়
তুমি অামার মনের অায়নায়
অমর হয়ে অাছো খাতায়
থাকবে তুমি
সুখের সীমায়!
তৃপ্ত চোখ
তোমায় খোঁজে
ধন্যবাদের মালা হাতে
প্রতীক্ষায় দীর্ঘরাতে
অাঁখিপাতে
অাঁখিপাতে!!!