ইনজুরি টাইমের গোলে সব স্বপ্ন গুড়িয়ে গেল বাংলাদেশের। ৯০ মিনিট ২-২ গোলে সমতা রাখার পর ৯২ মিনিটের সময় মোহাম্মদ ফাইজাতের গোলে স্তব্ধ হয়ে যায় বাংলাদেশ। কর্নার থেকে উড়ে আসা সবার ওপরে লাফিয়ে উঠে জালে পাঠিয়ে দেন ফাইজাত। ফলে ৩-২ গোলেল জয়ে মালয়েশিয় অনূর্ধ-২২ দল শিরোপা নিয়েই দেশে ফিরছে। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকার দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। প্রথমার্ধে ১০ মিনিটের ব্যবধানে খাওয়া দুৃই গোল বাংলাদেশ দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মধ্যেই শোধ করে দিয়ে খেলায় ফিরেছে। ৫৩ মিনিটের সময় মামুনুলের কর্নার কিক থেকে উড়ে আসা বল দারুণ হেড করে জালে জড়িয়ে দেন ইয়াসিন খান জয়। ৪৮ মিনিটের সময় জটলায় হেড করেন নাসির। মালয়েশিয়ার গোলরক্ষক তা ফিরিয়ে দিলে আগুয়ান জাহিদ হাসান এমিলি বল জালে জড়িয়ে দেন।
বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে তারা। ৪০ মিনিটের সময় আরও এক গোল খেয়ে গেল বাংলাদেশ। কাউন্টার অ্যাটাক থেকে কুমারান চমৎকার ভাবে বল জহালে জড়িয়ে দেন। ৩১ মিনিটে নাজিরুলের গোলে এগিয়ে গেছে মালয়েশিয়া। বক্সের অনেক বাইরে থেকে নেয়া অসাধারণ ফ্রি কিকে গোলরক্ষককে পরাস্ত করেন ডিফেন্ডার নাজিরুল।
হেমন্ত ভিনসেন্টকে ছাড়াই আজ ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। অনুশীলনে চোট পাওয়ায় দলে রাখা হয় নি তাকে। তার জায়গায় মাঠে নেমেছেন মোনেম খান রাজু। গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেমন্তের গোলে জয় পেয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম খেলাতেও বাংলাদেশ মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হার মানে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে জনতার ঢল
বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে নেমেছে জনতার ঢল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একটার পর থেকেই দশর্ক আসতে শুরু হয়। আর দুপুর দুইটায় স্টেডিয়ামের গেট খুলে দেয়া হয়। অবশ্য এর আগেই দশর্করা নিজেরাই স্টেডিয়ামে প্রবেশ করতে লাইন ধরে দাঁড়ায়। আর ঘন্টা খানে আগেই দর্শকে পরিপূর্ণ হয়ে যায় গ্যালারি। অফিসিয়াল ভাবে আগেই ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেলেও স্টেডিয়ামের আশেপাশে টিকিট কালবাজারি হচ্ছে। ৮০ টাকার টিকিট ২০০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। অনেকে টিকিট কিনতে ব্যর্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যেকার ফাইনাল দেখতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এজন্য স্টেডিয়ামকে ঘিরে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা।
Noor Nakeib liked this on Facebook.
Noor Nakeib liked this on Facebook.