সচিবালয়ে সরকার বিরোধী লিফলেট উদ্ধার আটক ৪

সচিবালয়ে সরকার বিরোধী লিফলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে চার জনকে। দুপুরে এই লিফলেট ছাড়ার পর সচিবালয়ের সাত নম্বর ভবনের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৬২০ নম্বর কক্ষ থেকে চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা দৌলতুন্নেছা, অফিস সহকারী জিন্নাতুল করিম এবং অফিস সহায়ক (এমএলএসএস) মাহফুজুর রহমান ও সোয়েব খান।

এই বিষয়ে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আনিচুর রহমান বলেন, এখনও বলার মত কিছু হয়নি। তবে আটককৃতরা জানিয়েছেন ভবন থেকে প্রচারপত্র নিচে ফেলার সঙ্গে তারা জড়িত নন। ‘দেশপ্রেমিক সরকারি কর্মকর্তা-কর্মচারী’ ব্যানারে ‘লালসা আর হিংসায় উন্মত্ত হাসিনা ও আওয়ামী দুঃশাসন-দুর্বৃত্তায়নে বিপন্ন মানবতা ও মাতৃভূমি রক্ষায় উদাত্ত আহ্বান’ শিরোনামে বেশ কয়েকটি লিফলেট উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি এগুলো সচিবালয়ের ভবনের উপর থেকে নিচে ফেলা হয়।

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *