বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সীমানা দেয়ালে কাটাতারের বেস্টনি নিয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কার্যালয়ের পক্ষ থেকে এ ব্যবস্থা নেয়া হয়েছে। রোববার সকাল নয়টা থেকে কার্যালয়ের সীমানা প্রাচীরে এই কাজ শুরু হয়েছে। গত ৩রা জানুয়ারি রাত থেকে কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন খালেদা জিয়া। এরপর থেকে তিনি এই কার্যালয়েই অবস্থান করছেন।
দলীয় সূত্র জানিয়েছে খালেদা জিয়ার কার্যালয়ের আশপাশে গত কয়েকদিন ধরে ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও কর্মসূচি নিয়ে অবস্থান করছে। এতে ওই কার্যালয়ে নিরাপত্তা বিঘিœত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় বাড়তি নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর কাটাতার দিয়ে ঘেরা হয়েছে।
আতিক/প্রবাস