ঢাকা: ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে হামলায় জর্ডানের সঙ্গী হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার হামলায় অংশ নিতে যুদ্ধবিমান এফ-১৬ স্ক্রয়াড্রনকে নির্দেশ দিয়েছে সরকার।
জর্ডান ও আরব আমিরাত উভয় দেশই আইএসের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন জোটের সদস্য। গত বছর সিরিয়ায় আইএস যোদ্ধারা জর্ডানের একটি বিমান ভূপাতিত করে এর পাইলট মুয়াত আল কাসেসবেহকে আটক করে। এরপরই আরব আমিরাত আইএসের বিরুদ্ধে হামলায় অংশ না নেয়ার ঘোষণা দেয়। তবে গত সপ্তাহে কাসেসবেহকে পুড়িয়ে হত্যার একটি ভিডিও প্রকাশ করে আইএস। এরপরই আইএসকে নির্মুলে ইরাক ও সিরিয়ায় বিমান হামলা চালাতে শুরু করে জর্ডান। এর পরিপ্রেক্ষিতে শনিবার আরব আমিরাত নতুন করে বিমান হামলায় অংশ নেয়অর ঘোষণা দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক জর্ডানের এক সরকারি কর্মকর্তা বিমান হামলায় আরব আমিরাতের অংশ নেয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে কখন কিভাবে হামলা চালানো হবে সে বিষয়ে কিছু জানাতে তিনি অস্বীকৃতি জানান।
Rasul Nimer liked this on Facebook.
Mahmudur Rahman liked this on Facebook.
Rasul Nimer liked this on Facebook.
Mahmudur Rahman liked this on Facebook.