যশোরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী সুরাইয়া খাতুনকে (১২) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা আকর আলী বাদী হয়ে শনিবার রাতে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুল আলী ওরফে আইলো খানের ছেলে আরিফুল ইসলাম ও একই এলাকার আব্দুল কাদের খানের ছেলে আশরাফুল ইসলাম বিকুল।
নিহতের বাবা আকর আলী জানান, তার মেয়ে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তো। স্কুলে যাওয়ার আগে ইকরাম হোসেন নামে এক যুবকের কাছে প্রাইভেট পড়তো। প্রতি দিনের মতো শনিবার সকাল ৭টার দিকে প্রাইভেট ও স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয় সুরাইয়া। পথিমধ্যে স্থানীয় আইয়ুব আলীর বাঁশ বাগানের কাছে এলে তাকে ধর্ষণ করে দুর্বৃত্তরা। এ সময় ধর্ষকদের চিনে ফেলায় মেয়েটির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে তারা।
তিনি আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে একই গ্রামের স্বপন কুমার ওই বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় সুরাইয়ার লাশ দেখে চিৎকার দেন। পরে তার লাশ উদ্ধার করা হয়।
মামলার বিবরণে এসব বিষয় উল্লেখ করা হয়েছে বলেও জানান ওসি ইনামুল হক।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক হোসাইন সাফায়েত জানান, ওই স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে এটা গণধর্ষণ কিনা তা জানার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। সেটা পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে।
Azizul Haque Raihan liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Md Jabed liked this on Facebook.
Mamun Ahmed liked this on Facebook.
Jone Make liked this on Facebook.
Manik Hossain liked this on Facebook.
Azizul Haque Raihan liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Md Jabed liked this on Facebook.
Mamun Ahmed liked this on Facebook.
Jone Make liked this on Facebook.
Manik Hossain liked this on Facebook.