ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি নেত্রী (বেগম খালেদা জিয়া) বোধহয় উন্মাদ। নইলে বাড়িঘর ছেড়ে অফিস থেকে কোন বিপ্লব ঘটাচ্ছেন তিনি, আমার কাছে তা বোধোগম্য নয়।’
রোববার ধর্ম মন্ত্রণালয়ে পরিদর্শনে এসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যকালে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘২০ দলীয় জোটের কর্মসূচির মধ্যে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু হলেও কর্মসূচি থেকে বিএনপি নেত্রী সরে আসেননি।’
পেট্রোলে দগ্ধ হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ পুড়িয়ে মারা বন্ধ করুন। ছেলেমেয়েরা যাতে স্কুলে যেতে পারে তার প্রতি মনোযোগী হোন।’
শেখ হাসিনা বলেন, ‘এসএসসি ও সমমানের পরীক্ষার সময় শুক্র ও শনিবার বিএনপি নেত্রী আবার হরতাল দেয় কি না তার বিশ্বাস নেই। এরা তো ধর্মের নামে ব্যবসা করে। দেখা গেলো শুক্রবারেও হরতাল দিয়ে দিল।’
তিনি বলেন, ‘৫০ জনের মতো মানুষ পুড়িয়ে মেরে কি পেলেন বিএনপি নেত্রী। পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারা ছাড়া তাদের আর কোনো অর্জন নেই। এটা করে যদি ভাবেন যে বিরাট কিছু করে ফেলেছেন তা জাতির জন্য দুর্ভাগ্য। ক্ষমতায় গণতান্ত্রিক উপায়েই যেতে হবে।’
খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘মানুষের লাশের উপর দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন কেন?’
শেখ হাসিনা বেগম জিয়ার উদ্দেশে বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে আপনি ভুল করেছেন। তার খেসারত জনগণ দেবে কেন?’
Jone Make liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Jone Make liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.