পৃথক দু’টি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার রাজধানীর বংশাল ও রূপনগর থানার দু’টি মামলায় পৃথক আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক রূপনগর থানার মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে বংশাল থানার একটি মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন সাতদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উভয় আদালতেই আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি রাজধানীর বনানী ডিওএইচএসের ১ নম্বর রোডের ৯২নং বাসা থেকে শমসের মবিনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পর গত ১১ জানুয়ারি রাতে রাজধানীর মিরপুর এলাকার একটি রেস্তোরাঁ থেকে শামসুজ্জামান দুদুকে আটক করে পুলিশ।
আতিক/প্রবাস