ঢাকা: টানা অবরোধের সঙ্গে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টা হরতাল শুরুর আগের রাতে ঢাকা ও বগুড়ায় ছয়টি বাস-ট্রাকে আগুন দিয়েছে হরতাল-অবরোধকারীরা। এসব ঘটনায় দগ্ধ হয়েছেন ছয়জন।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) বগুড়া জেলা সদর ও শাজাহানপুর উপজেলায় ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করলে দুই চালক, এক সহযোগী ও যাত্রীসহ পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত ৯টার দিকে জেলা সদরের গোদারপাড়ায় ও রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুর উপজেলার বগুড়া-নাটোর সড়কের রুপিহার এলাকায় নাশকতা দু’টি ঘটে।
দগ্ধরা হলেন- ট্রাক চালক মিজান (২৬) ও মোস্তফা, মোস্তফার সহযোগী (হেলপার) আসিফ (২৫), যাত্রী ওয়াজেদ মোল্লা (৩০) ও জাহাঙ্গীর (২৮)। এদের মধ্যে দুই ট্রাক চালক ও সহযোগীর অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
ট্রাক মালিক আব্দুল জলিল মোবাইলে জানান, বগুড়া-নওগাঁ সড়কের দুপচাচিয়া উপজেলাধীন বাবলুর পেপার মিল থেকে তার খালি ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১১-৪৮৫৫) বগুড়ার দিকে আসছিল। রাত ৯টার দিকে গোদারপাড়া এলাকায় পৌঁছালে অবরোধকারীরা ট্রাক চালককে বেধড়ক পিটিয়ে আহত করে ট্রাক লক্ষ্য করে পেট্রোলবোমা ছোড়ে। ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর আগেই ট্রাকটির অনেকাংশে পুড়ে যায়।
এর আগে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, নাটোরের দিকে থেকে খালি একটি ট্রাক (পটুয়াখালী-ট-০০০৬) দু’জন যাত্রী নিয়ে বগুড়ার দিকে আসছিল। রাত সাড়ে ৮টার দিকে ট্রাকটি উপজেলার গোহাইল ইউনিয়নের রুপিহার এলে পেট্রোলবোমা ছোড়ে অবরোধকারীরা। এতে ট্রাকে আগুন লাগে এবং চালকসহ তিনজন দগ্ধ হন।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নাশকতাকারীদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
অন্যদিকে, হরতালের আগের রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সামনের রাস্তায় স্কাই লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় হরতাল-অবরোধ সমর্থকরা। এ ঘটনায় রিপন গাজী (২৫) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি ফকিরাপুল আরামবাগের ওয়ালিদ অপসেট প্রিন্টার্সের মার্কেটিং ম্যানেজার। তার কোমরের নিচ থেকে অনেকটা অংশ আগুনে ঝলসে গেছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার ভোজন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া, এদিন রাত পৌনে ৮টার দিকে রাজধানীর রায়েরবাগে ঢাকা-মতলবগামী যাত্রীবাহী একটি মিনিবাসে (ঢাকা মেট্রো-জ-১৪-০১৪৪) আগুন দেয় হরতাল-অবরোধকারীরা। আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
রাত সাড়ে ১০টার দিকে নতুন বাজার ভাটারা থানার সামনে যাত্রীবাহী তুরাগ পরিবহনের একটি বাস দাঁড়ানো অবস্থায় আগুন অবরোধ-হরতালকারীরা। তবে যাত্রী হিসেবে আগুন দেওয়া বিষয়টি বুঝতে পারলেও কাউকে আটক করতে পারেনি সেখানে উপস্থিত অন্যরা।
যাত্রাবাড়ী এলাকা থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, দয়াগঞ্জে রংধনু পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধ-হরতালকারীরা।
তবে ঘটনায় দু’টিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সমাবেশ করতে না দেওয়া, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে গত ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তারা অবরোধের পাশাপাশি হরতাল কর্মসূচিও দিয়ে আসছে। রোববার (০৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতাল ডাকে ২০ দলীয় জোট।
Md Azizul liked this on Facebook.
Manikmiah Manik liked this on Facebook.
Jone Make liked this on Facebook.
Rashed Jamal liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Allom Hossen liked this on Facebook.
Sirajul Huque liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
মানিক মিয়া liked this on Facebook.
Jone Make liked this on Facebook.
Rashed Jamal liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Allom Hossen liked this on Facebook.
Sirajul Huque liked this on Facebook.