মন্দিরে নগ্ন ফটোশুট করে ফেঁসে গেলেন দুই বোন

ঢাকা :  কম্বোডিয়ার বিখ্যাত মন্দির অ্যাঙ্কর টেম্পল কমপ্লেক্সের ভেতরে নগ্ন ফটোশুট করে ফেঁসে গেছেন দুই মার্কিন বোন। ভ্রমণের উদ্দেশে কম্বোডিয়ায় আসা ওই দুই বোন শুক্রবার দেশটির ওই বিখ্যাত মন্দির পরিদর্শন করতে গিয়ে পরস্পরের নগ্ন ছবি তোলার সময় হাতে নাতে ধরা পড়েন। এটিই দেশটিতে পর্যটকদের প্রকাশ্য নগ্নতার সর্বশেষ ঘটনা যা কম্বোডিয়াজুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে।
লিন্ডসে অ্যাডামস (২২) এবং লেসলি (২০) নামের ওই দুই বোনকে শুক্রবার অ্যাঙ্কর টেম্পল কমপ্লেক্সের ভেতরে প্রিয়াহ খান মন্দিরে পরস্পরের নগ্ন ছবি তোলার সময় হাতেনাতে ধরে কর্তৃপক্ষ। কমপ্লেক্সটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সরকারি সংস্থা অপ্সরা অথরিটি শনিবার এক বিৃবতিতে এ কথা বলেছেন।মন্দিরে নগ্ন ফটোশুট করে ফেঁসে গেলেন দুই বোন

গত ১৫ দিনে ওই মন্দির পরিদর্শনে আসা কোনো পর্যটকের নগ্ন হওয়ার দ্বিতীয় ঘটনা এটি। এক সপ্তাহ আগে তিন ফরাসি পুরুষ পর্যটককে একই কমপ্লেক্সের আরেকটি মন্দিরে নগ্ন ফটোশুটের সময় হাতেনাতে ধরা হয়। অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়ার পর তাদেরকে নিজ দেশে ফেরৎ পাঠানো হয়।
শুক্রবার ধরা পড়া দুই মার্কিন বোনও নিজেদের অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছেন।
তবে অপ্সরা অথরিটির মুখপাত্র চৌ সুন কেরিয়া বলেছেন, অ্যাঙ্কর কমেপ্লেক্সকে একটি পবিত্র স্থান হিসেবেই বিবেচনা করা হয়। সূতরাং দুই মার্কিন বোনের ওই কাণ্ডকে একটি অপরাধ হিসেবেই গণ্য করা হচ্ছে।
তিনি বলেন, তারা হয়তো জানেন না অ্যাঙ্কর একটি পবিত্র স্থান। কিন্তু তাদের বেমানান কর্মকাণ্ডের ফলে স্থানটির পবিত্রতা নষ্ট হয়েছে।
অ্যাঙ্কর কমপ্লেক্স জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি সাইট। দুই মার্কিন বোনকে সাইটটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পুলিশ বাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে। পুলিশ তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছেন, সাইটটির দায়িত্বে থাকা পুলিশ বহিনীর জেষ্ঠ্য কর্মকর্তা কিট বুনথান।
এর আগে ধরা পড়া তিন ফরাসি পুরুষ পর্যটককে একই অপরাধে ছয় মাসের স্থগিত কারাদণ্ড দেয়া হয়েছিল। তাদের বিরুদ্ধে গণসম্মুখে নগ্নতার মাধ্যমে অশ্লীল কর্মকাণ্ড এবং পর্নোগ্রাফির অভিযোগ আনা হয়। তাদের বিরুদ্ধে কম্বোডিয়ায় প্রবেশে চার বছরের নিষেধাজ্ঞাও জারি করা হবে।
তিন ফরাসির ওই কাণ্ডের মাত্র কয়েকদিন আগে কম্বোডিয়ার বিভিন্ন মন্দিরে বেশ কয়েকজন এশিয় নারীর তোলা নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় কর্তৃপক্ষ ব্যাপক ক্ষুব্ধ হয়ে এ ধরণের ঘটনা প্রতিরোধের প্রতিজ্ঞা করেন।
উল্লেখ্য, অ্যাঙ্কর কমপ্লেক্সসহ এর চারপাশ ঘিরে অ্যাঙ্কর প্রত্নতাত্মিক পার্কের অবস্থান। ওই পার্কে নবম থেকে পঞ্চদশ শতকে কম্বোডিয়ার ঐতিহাসি

৮ thoughts on “মন্দিরে নগ্ন ফটোশুট করে ফেঁসে গেলেন দুই বোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *