হরতাল অবরোধে দেশব্যাপী যে সহিংসতা চলছে তাতে বিএনপির সিনিয়র নেতারা জড়িত নন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামি পার্টি আয়োজিত মানবন্ধনে তিনি এ মন্তব্য করেন। মাধ্যমিক পরীক্ষার সময় হরতাল-অবরোধে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকা-ের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়া ও লন্ডন থেকে তার ছেলে তারেক রহমানের দেয়া বার্তায় দেশে এসব সহিংসতা ও নাশকতা সংঘটিত হচ্ছে। এ সহিংস আন্দোলনে বিএনপির সিনিয়র নেতারা কেউ নেই। তারেক রহমানের নির্দেশে খালেদা জিয়াসহ জামায়াত ও বিএনপির কিছু কর্মীরা টোকাই ভাড়া করে এ সহিংস কর্মকা- চালাচ্ছে। ইসলাম কখনও নাশকতা সামর্থন করে না মন্তব্য করে খতিবদের প্রতি প্রত্যেক জুমার নামাজে মসজিদে এ সহিংসতার কুফল সর্ম্পকে বয়ান করার আহ্বান জানান মন্ত্রী। মানববন্ধনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসাইন।
আতিক/প্রবাস