শেখ জাহিদুজ্জামান
থাকবো নাকো বদ্ধ ঘরে
দেখব এবার ককটেলটাকে,
কেমন করে ফুঁঠছে তাঁরা
আশে পাশের রাস্তা ঘাটে।
দেশ হতে দেশ দেশান্তরে
ফাটছে তাঁরা কেমন করে,
তাঁদের ভয়ে কেমন করে
ছুটছে মানুষ একই সাথে।
কেমন করে হচ্ছে আওয়াজ
যুগান্তরের ঘূর্ণিপাকে,
শুনবো আমি আওয়াজটা ঐ
রাস্তা হতে আসছে তেড়ে।
ককটেল ছোঁড়া দেখব আমি
মৃত্যুর ভয় জয় করে,
ককটেলটাকে দেখব আমি
আপন হাতের মুঠোয় পুরে।