বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাঁকা মঠ এলাকায় পোল্টি ফিডবাহী ট্রাকে পেট্রল বোমা হামলায় চালক, হেলপার এবং অপর একজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
ট্রাকটি ঢাকার গাজীপুর থেকে পোল্টি ফিড নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসছিল।
নিহতরা হলেন, ট্রাক চালক ফরিদপুর সদরের বদরপুর গ্রামের ইজাইদুল ইসলাম, হেলপার ফরিদপুর সদরের মোল্লা বাড়ি সড়কের মুন্নু মিয়া এবং চালকের শ্বশুর একই উপজেলার কামরুখানা গ্রামের মোতালেব শেখ।
প্রত্যক্ষদর্শী পিকাপ চালক আসাদুল ইসলাম জানান, তিনি মালবাহী ওই ট্রাকটির পেছনে ছিলেন। মাহিলাড়া বাসস্ট্যান্ডের দক্ষিনপ্রান্তের বাঁকা মঠ এলাকা অতিক্রমকালে দুর্বৃত্তরা ট্রাক লক্ষ্য করে পেট্রল বোমা ছুড়ে মারে। বোমাটি লক্ষ্যভ্রস্ট হলেও ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে একটি বড় গাছের সাথে গিয়ে আছড়ে পড়ে। এতে ট্রাকের সামনের অংশ বিধ্বস্ত হয়ে সামনের অংশে থাকা চালক, হেলপার ও অপরজন আটকা পড়ে। এই অবস্থায় দুর্বৃত্তরা দ্বিতীয় দফায় ট্রাকে পেট্রল বোমা হামলা চালালে সামনে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।
স্থানীয় বাসিন্দা মলিনা রানী দে, রবিউল ইসলাম এবং আব্দুর রহিম হাওলাদার জানান, বিকট শব্দ পেয়ে তারা চিৎকার দিয়ে ঘটনাস্থলে এসে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় মোটর সাইকেলে দুইজন লোককে শাখা সড়ক দিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখেন তারা। স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নেভানোর চেস্টা করেন এবং ট্রাকের পাশে বসে জ্যান্ত পুড়তে থাকা একজনকে টেনে বের করার চেষ্টা করে ব্যর্থ হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করলেও তাদের চোখের সামনে পুড়ে মারা যান তিনজন।
গৌরনদী থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশের র্যাকার এসে ট্রাকটিকে টেনে সরিয়ে লাশ তিনটি উদ্ধার করা হয়। এতে জড়িতদের সনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, বরিশালের মানুষ বেশ শান্তিপূর্ণ অবস্থায় বসবাস করছিল। কিন্তু যারা এই শান্ত পরিবেশ অশান্ত করল, তাদের এর পরিণতি ভোগ করতে হবে।
৫ জানুয়ারির পর জামায়াতের সহায়তায় গনতন্ত্র রক্ষার নামে বেগম খালেদা জিয়া তার ও ছেলের মামলা থেকে বাঁচতে এবং জামায়াতের দণ্ডপ্রাপ্ত নেতাদের বাঁচাতে প্রতিহিংসামূলক কর্মকাণ্ড করছেন বলে মনে করেন সাবেক চিফ হুইপ হাসানাত আবদুল্লাহ। তবে মুঠোফোনে এই অভিযোগ অস্বীকার করেছে বরিশাল উত্তর জেলা বিএনপি।
পেট্রল বোমা হামলায় তিনজন নিহত হওয়ার খবর পেয়ে সকালেই জেলা পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ এবং পরে জেলা প্রশাসক মো. শহীদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ নিয়ে গত একমাসে বরিশাল জেলা এবং মহানগর এলাকায় দুর্বৃত্তদের পেট্রল বোমায় পুড়ে মারা গেছে ছয়জন। দগ্ধ হয়েছে অন্তত ১০ জন। এ পর্যন্ত বরিশালে দুইটি যাত্রীবাহী বাস এবং ট্রাক সহ অন্তত ১০টি পরিবহন পেট্রল বোমা হামলার শিকার হয়েছে।
Ali Imran Shamim liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
বিএনপি নিউজ liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
মোঃ সজল বেপারী liked this on Facebook.