প্রধানমন্ত্রী গুলির নির্দেশ দিতে পারেন না

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ‘কোনো প্রধানমন্ত্রী গুলি করার নির্দেশ দিতে পারেন না। অথচ আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন। এই সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে। পুলিশ আর অন্যান্য বাহিনী দিয়ে ক্ষমতায় আছে তারা। এভাবে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। পৃথিবীর কোনোদেশে কোনো সরকার এভাবে চিরদিন টিকে থাকতে পারেনি।’

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘নাগরিক ঐক্য প্রক্রিয়া’ আয়োজিত ‘জাতীয় সঙ্কট নিরসনে জাতীয় সংলাপ’ শীর্ষক গোলটেবিলি আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘বাঙালি জাতির সামনে আজ বড় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের ১৬ কোটি মানুষকে পাশে চাই।’

ড. কামাল বলেন, ‘বাঙালি একটি অসাধারণ জাতি। ১৯৭১ সালে কেউ ভাবেনি এখানে স্বাধীনতা অর্জন করা সম্ভব। কিন্তু আমরা সেটা করেছি। আজ সেই জাতির সামনে একটি বড় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের ১৬ কোটি মানুষকে পাশে চাই।’

তিনি বলেন, ‘আজ আমরা মানুষের পরিচয় দেবো। কোন অমানুষের পরিচয় দেবো না। বর্তমান রাজনীতিতে যেটা হচ্ছে সেটাকে কোনো সংসদীয় ভাষা বলা যায় না, এটা কোনো রাজনীতিই না।’

কামাল হোসেন বলেন, ‘আমি এই রাজনীতিকে দুই দলের রাজনীতি বলতে চাই না। এটা চলমান রাজনীতি। এই চলমান রাজনীতিতে কোনো সহিংসতা চাই না। কিংবা পুলিশের নির্যাতন চাই না।’

ড. শাহদীন মালিকের সঞ্চালনায় ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামছুল হুদার সভাপতিত্বে গোলটেবিলে আরো উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবীদ ড. আকবর আলী খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ইতিহাসবিদ অধ্যাপক আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌসী, প্রযুক্তিবিদ হাবিবুল্লাহ করিম, সাংবাদিক আবু সাঈদ খান প্রমুখ।

২৮ thoughts on “প্রধানমন্ত্রী গুলির নির্দেশ দিতে পারেন না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *