আ.লীগ নেতার বাড়িতে পেট্রোলবোমা হামলা

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মোল্লার গ্রামের বাড়ি ভাদুলিয়াতে পেট্রোলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ৮টার দিকে এ বোমা হামলার ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফের সঙ্গে এ ব্যাপারে মোবাইল ফোনে কথা হলে তিনি সত্যতা স্বীকার করে জানান, এ সময় তিনি বাড়িতে ছিলেন না। তিনি তার স্ত্রী ও মেয়েকে বাড়িতে রেখে পাশের ঘোনাপাড়া বাজারে গিয়েছিলেন। এ সুযোগে তার বাড়িতে কেউ পেট্রোলবোমা মেরে পালিয়ে যায়। এ সময় বিকট শব্দ হয়ে চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় বলে তিনি জানান।

এ খবর পেয়ে আওয়ামী লীগ নেতাকর্মী ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরির্দশন করেছেন।

১৬ thoughts on “আ.লীগ নেতার বাড়িতে পেট্রোলবোমা হামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *