ঢাকা : মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-অধ্যাপকদের যৌন সহবাস পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগে থেকেই প্রতিষ্ঠানটিতে এ ব্যাপারে অঘোষিত নিষেধাজ্ঞা জারি ছিল।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, শিক্ষা ক্ষেত্রে যৌন বৈষম্য নিষিদ্ধ করে প্রণীত বিশ্ববিদ্যালয়ের ফেডারেল সিভিল রাইটস টাইটেল-নাইন সম্পর্কিত নীতিমালা পর্যালোচনার অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়।
দ্য ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সায়েন্স কমিটি অন সেক্সুয়াল মিসকন্ডাক্ট পলিসি এন্ড প্রসিডিওর অসম মর্যাদার মানুষদের মধ্যে সম্পর্ককে যথেষ্ট শক্তিশালি নয় বলে নীতি নির্ধারণ করে। আর ওই নীতির উপর ভিত্তি করেই নতুন এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং শিক্ষার্থী-শিক্ষক যৌন সম্পর্ক সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের পাশেই ক্যামব্রিজ শহরতলীতে অবিস্থত হার্ভার্ডে ৬ হাজার ৭০০ আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থী ও ২ হাজার ৪০০ শিক্ষক-অধ্যাপক রয়েছেন। এর আগে অধ্যাপকদের সরাসরি তত্বাবধানে থাকা শিক্ষার্থীদের সাথে তাদের যৌন সহবাস নিষিদ্ধ ছিল। নতুন নীতিমালায় শিক্ষক-অধ্যাপকদের সাথে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের সবধরণের রোমান্টিক ও যৌন সম্পর্ক নিষিদ্ধ ঘোষণা করা হয়।
Jone Make liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Jone Make liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.