গাইবান্ধায় ঢাকাগামী নাপু এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমায় দেয়া আগুনে চালক, হেলপার ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছে বাসের আরো ২৫ যাত্রী।
শুক্রবার রাত ১১টার দিকে জেলার তুলসীঘাট এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
দগ্ধ যাত্রীদের প্রথমে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৩ জনকে রেফার করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক)। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দগ্ধ যাত্রীদের উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল নাপু এন্টারপ্রাইজের একটি বাস। রাত ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় দুর্বৃত্তরা বাসটিতে পেট্রোলবোমা ছুড়ে মারে। এতে পুরো বাসটিতে আগুন ধরে যায়। অনেক যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে নামার চেষ্টা করে। তবে জানালা বা দরজা খোলার আগেই যাত্রীদের সবাই দগ্ধ হয়। এসময় চালক ও হেলপার এবং শিশুসহ চারজন পুড়ে ঘটনাস্থলেই মারা যায়।
আগুনে দগ্ধ অন্তত ২৫ জনকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৩ জনকে রমেক হাসপাতালে পাঠানো হয়।
গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান জানিয়েছেন, দুর্বৃত্তদের শনাক্ত করা যায়নি।
Jone Make liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Sirajul Huque liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.
Jone Make liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Sirajul Huque liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.