ঢাকা:বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ আর থাইল্যান্ড। এ ম্যাচে ১-০ গোলে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠল বাংলাদেশ।
প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে থেকে বাংলাদেশ বিরতির পরে লিড নিয়ে আবারো মাঠে নামে। প্রথমার্ধে নাসির চৌধুরির গোলে এগিয়ে বিরতিতে যায় মামুনুল বাহিনী।
বিরতির পরে খেলার ৫০ মিনিটের মাথায় মামুনুল আর সোহেল রানার একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। দুই মিনিট পরে কাউন্টার অ্যাটাকে বাংলাদেশের গোলবারে শট নেয় থাইল্যান্ডের ফুটবলার। তবে, গোলবারের পাশ দিয়ে বল চলে যায়। খেলার ৬০ মিনিটে প্রতিপক্ষের আরেকটি হেড প্রতিহত করেন বাংলাদেশের গোলরক্ষক শহীদুল আলম সোহেল। ৬৩ মিনিটের মাথায় আবারো অতর্কিত একটি শট রুখে দেন সোহেল। একই মিনিটে ক্রসবারে লেগে থাইল্যান্ডের একটি বল ফিরে আসে।
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে প্রথমার্ধে নাসিরের একমাত্র গোলেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
এর আগে ম্যাচের প্রথম পনেরো মিনিটে অপরিকল্পিত ভাবে ফুটবল খেলতে থাকে দুই দল। ম্যাচের ১৯ মিনিটে সোহেল রানার ডানদিকে থেকে একটি ক্রস হেমন্ত ভিনসেন্ট নিয়ন্ত্রণে নিতে না পারলে গোলের সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। খেলার ২৩ মিনিটে আবারো থাইল্যান্ডের শিবিরে আক্রমণ চালায় লাল-সবুজরা। এবারে সুযোগ নষ্ট করেন সোহেল রানা। পরের মিনিটে লম্বা থ্রো থেকে এমিলির একটি হেড রুখে দেন থাইল্যান্ডের গোলরক্ষক।
সেমিফাইনালের এ ম্যাচে দর্শকের ঢল নামে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। মাঠের উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম যেদিকে তাকানো হোক না কেন শুধুই দর্শক আর দর্শক। মাঠে বল গড়াবার আগেই পরিপূর্ন হয়ে যায় ২৬ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারি। ঠিক যেন জনসমুদ্র।
ম্যাচের ৪০ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। মামুনুলের কর্নার কিক থেকে নাসির চৌধুরি পা ছুঁইয়ে গোল করেন। ফলে, ১-০ গোলের লিড পায় স্বাগতিকরা।
টুর্নামেন্টে ‘এ’ গ্রুপের দল বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে নাম লেখায় (২ খেলায় ১ জয় ও ১ হারে ৩ পয়েন্ট নিয়ে)। সিলেটে প্রথম ম্যাচে তারা ০-১ গোলে ‘মালয় টাইগার্স’ খ্যাত মালয়েশিয়ার কাছে হারলেও ঢাকায় দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে পরাজিত করে।
আর এ জয়ের ফলে ৮ ফেব্রুয়ারি সেই মালয়েশিয়ার বিপক্ষেই ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ।
Ali Imran Shamim liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.