ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
এদিকে শনিবার বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে এরশাদ ও রওশন এরশাদ বৈঠক করবেন বলে জানা গেছে।
শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে তিনি জেট এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এম সাত্তার, এম এ হান্নান এমপি, সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায় প্রমুখ।
এরশাদ গত ৩ ফেব্রুয়ারি ব্যক্তিগত সফরে ভারত গিয়েছিলেন।
এদিকে আগামীকাল শনিবার বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে দশম সংসদের বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ নৈশভোজের আয়োজন করেছেন। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু জানান, হোটেল ওয়েস্টিনে সন্ধ্যায় কূটনীতিকদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়েছে।
সূত্র জানায়, কূটনীতিকদের মূলত বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির অবস্থান ও বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন রওশন এরশাদ। বৈঠকে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও উপস্থিত থাকবেন।
আতিক/প্রবাস