মিশরে ২০১১ সালে প্রেসিডেন্ট হোসনি মোবারককে ক্ষমতাচ্যুত করতে গণ-অভ্যুত্থান আন্দোলনে নেতৃত্ব দেয়া অন্যতম নেতা আহমেদ দোউমাসহ ২৩০ আন্দোলনকারীকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে। গতকাল মিশরের একটি আদালতে এ রায় প্রদান করে। মিশরে যাবজ্জীবন কারাদ-ের মেয়াদ ২৫ বছর। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন দোষী সাব্যস্ত ২৩০ বিপ্লবী।
দোউমার বিরুদ্ধে বিদ্রোহ, সহিংসতা উস্কে দেয়া ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগ প্রমাণিত হয়েছে। এর আগে একটি বিজ্ঞান অ্যাকাডেমিতে আগুন দেয়ার অপরাধে তাকে ২২ লাখ ডলার জরিমানাও করা হয়েছিল। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এদিকে শ্লেষাত্মক হাততালির মাধ্যমে এ রায়ের প্রতিক্রিয়া জানিয়েছেন দোউমা।
দোউমার এ আচরণে বিচারক মোহাম্মদ নাগি শেহাতা প্রশ্ন করেন, আপনি কি তাহরির স্কয়ারে রয়েছেন? বেশি কথা বলবেন না। নয়তো, আমি আপনাকে আরও ৩ বছরের সাজা দেবো। ৪ বছর আগে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়ায় এতো বড় সাজার ঘটনা এটাই প্রথম। প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনে বিপ্লবী আন্দোলনের প্রতীক হিসেবে দোউমাকে দেখা হতো। বিচারক শেহাতাই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরার সাংবাদিকদের কারাদ- প্রদান করেছিলেন এবং গত সোমাবার মিশরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের সন্দেহভাজন ১৮৩ সমর্থকের বিরুদ্ধে মৃত্যুদ-ের রায় দিয়েছিলেন।
আতিক/প্রবাস