অজান্তেই মনে প্রবেশ!
প্রখর রোদে অালোকিত মন
তুমি এসে দাঁড়ালে ত্রিধারার চুল ঝুলিয়ে
প্রতিটা চুলে চুলে স্বপ্ন ছড়িয়ে
মোটা মোটা চুলে মেঘের সঞ্চরণ
দেহটাতে সুরভি জেসমিনের
অাড়চোখে দেখে অামারে
অজান্তেই মনে করলে প্রবেশ
দেহটা শিহরিত পুলকিত হৃদয়
ভালোলাগা কী বুঝানো যায়
ব্যাখ্যার অতীত সব ভালোবাসা
গুপ্ত প্রেম গোপনেই কেঁদে মরে
কেমন করে বন্ধুত্বের অাড়ালে
দেবী-পূজারীর পূজার বেদীতে
পরীর নৃত্যের তালে তালে
কতইতো ছলনার ছলে
মেঘের ঘর্ষণে বিদ্যুৎ জ্বলে
চোখের জলে
ফুটন্ত ফুলে
পাপড়িতে তোমার চোখের ছায়া মেলে
কী সুন্দর চাহনীতে
তুমি অামাকে প্রেমাঘাতে বিদ্ধ করে
রাখলে অজান্তে
হৃদয়ের সিন্দুকে
দুজন দুজনে অজান্তেই মনে করে প্রবেশ
ভ্রমর অার ফুলের বাঁধনে
কল্পনার মধুপানে
সুখি হয়ে অাছি
তুমি-অামি প্রেমে বেঁচে অাছি!!!