প্রফেসর মাওলানা মো. সালাহ্উদ্দিন (খতিব, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)
মুমিন বান্দার প্রতি যাবতীয় গুনাহের কাজ থেকে তওবা করা ফরজ, চাই সে পুরুষ হোক বা মহিলা। আর এ তওবার জন্য পরিকল্পনা না করে বরং সঙ্গে সঙ্গে তওবা করা অত্যাবশ্যক, বিলম্বিত করা আদৌ জায়েজ হবে না। তওবা পরিপূর্ণ হওয়ার জন্য শর্ত হলো- অতীতের কৃত গুনাহসমূহের জন্য আল্লাহপাকের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং বান্দার হক নষ্ট করে থাকলে এর ক্ষতিপূরণ করা। আল্লাহপাক ইরশাদ করেন, হে মুমিনগণ! তোমরা সবাই আল্লাহপাকের কাছে তওবা কর। নিশ্চয় তোমরা তাতে সফলকাম হবে। আল্লাহপাক আরও বলেন, হে মুমিন বান্দাগণ তোমরা আল্লাহপাকের কাছে তওবা কর বিশুদ্ধ ও খাঁটিভাবে। শীঘ্রই মহান আল্লাহ তোমাদের জীবনের যাবতীয় গুনাহ ক্ষমা করে এমন বেহেশতে প্রবিষ্ট করবেন যার পাশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হচ্ছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রসুলে পাক (সা.) বলেন, আল্লাহর কসম! আমি দৈনিক ৭০ বারেরও অধিক আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি। (বুখারি শরিফ) হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রসুলে পাক (সা.) বলেন, মুমিন বান্দা যখন কোনো গুনাহ করে ফেলে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। অতঃপর সে যদি তওবা করে ও ক্ষমা চায় তাহলে তার অন্তর সাফ হয়ে যায়। আর সে যদি তওবা না করে গুনাহ বেশি করতে থাকে তাহলে কালো দাগ বৃদ্ধি পেতে থাকে। হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, হজরত রসুলে পাক (সা.) বলেন, শয়তান বলল, হে প্রভু! তোমার ইজ্জতের কসম! আমি তোমার বান্দাদের গোমরাহ করতে থাকব, যে পর্যন্ত তাদের প্রাণ তাদের দেহে আছে। তখন মহান আল্লাহ বললেন, আমার ইজ্জত, মহত্ত্ব ও উচ্চ মর্যাদার কসম, আমি তাদের ক্ষমা করতে থাকব যাতে তারা আমার কাছে মাফ চাইতে থাকবে। হজরত আবদুল্লাহ বিন মাসউদ (রা.) থেকে বর্ণিত, হজরত রসুলে পাক (সা.) বলেন, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই। (ইবনে মাজা) রসুল (সা.) আরও বলেন, কোনো মুমিন বান্দার চক্ষুদ্বয় থেকে আল্লাহর ভয়ে অশ্রুজল বের হবে যদিও এর পরিমাণে মাছির মাথার সমান হয়। অতঃপর সে তা উষ্ণতা তার চেহারায় অনুভব করে আল্লাহপাক তার ওপর দোজখের আগুন হারাম করে দেন। আল্লাহপাক আমাদের তওবাকারী, ক্ষমা প্রার্থনাকারী ও আল্লাহমুখী বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন। ১১ রবিউল সানি ফাতেহা ইয়াজদহম। বড়পীর আবদুল কাদের জিলানীর ওফাত দিবস। মুসলিম জাহানের একটি পবিত্র দিন।
Mozibur Rahman liked this on Facebook.
Md Monirozzaman Monir liked this on Facebook.
Mozibur Rahman liked this on Facebook.
Md Monirozzaman Monir liked this on Facebook.