চট্টগ্রাম বিএনপি নেতা ডাঃ সাহাদাতের ক্লিনিকে হামলা

চট্টগ্রাম: পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেনের মালিকানাধীন ক্লিনিক দি ট্রিটমেন্ট সেন্টারে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এসময় অ্যাম্বুলেন্স ও কার্যালয় ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘গভীর রাতে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন ছেলে এসে ক্লিনিকে হামলা চালায়। তারা ডা. বদরদ্দোজার চেম্বার ভাঙচুর করে। ক্লিনিকের সামনে থাকা অ্যাম্বুলেন্সও ভাঙচুর করা হয়।’

তিনি বলেন, ‘চলে যাওয়ার সময় দুর্বৃত্তরা ক্লিনিকের সামনে বেশকয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনায়। তবে এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে দেখা হবে।’

৮ thoughts on “চট্টগ্রাম বিএনপি নেতা ডাঃ সাহাদাতের ক্লিনিকে হামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *