ব্রিটিশ হাইকমিশনারের উদ্বেগ

ঢাকা : দেশে চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

গিবসন বলেন, গত এক মাসের মধ্যে রাজনৈতিক সহিংসতায় অর্ধশতাধিক প্রাণহানি, কয়েকশ’ লোকের বীভৎসভাবে আহত হওয়ার ঘটনায় আমি স্তম্ভিত।

তিনি বলেন, এ সহিংসতার কারণে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবনে বিরূপ প্রভাব পড়ছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

কুমিল্লায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় আটজনের মৃত্যুতে গভীর শোক জানিয়ে সকল পক্ষকে এ ধরনের সহিংসতা ঘটানো বা এতে উস্কানি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান ব্রিটিশ হাইকমিশনার।

তিনি বলেন, যুক্তরাজ্য বরাবরের মতো এবারও উভয় পক্ষকে সহনশীলতার পরিচয় ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।

৮ thoughts on “ব্রিটিশ হাইকমিশনারের উদ্বেগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *