ইইউ রাষ্ট্রদূতের বাসায় আ.লীগের প্রতিনিধি দল

ঢাকা : ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের বাসায় গিয়েছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে রয়েছেন-আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, বিরোধী দলীয় চীফ হুইপ তাজুল ইসলাম প্রমুখ।

বৃহস্পতিবার রাতে তারা ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের বাসায় যান।

আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক কোন বিষয় নিয়ে আলোচনা হয়নি। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের একটি প্রকল্পে ফান্ড দেয়ার প্রস্তাব করেছে তা নিয়ে আলোচনা হয়েছে।

২ thoughts on “ইইউ রাষ্ট্রদূতের বাসায় আ.লীগের প্রতিনিধি দল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *